সুধী,

কর্মজীবী নারী এবং মানুষের জন্য ফাউন্ডেশন এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানবেন!
বাংলাদেশের অর্থনৈতিক বুনিয়াদের অন্যতম ভিত্তি পোশাক শিল্প। এই শিল্পের সিংহভাগ কর্মী নারী। এই শিল্পের স্থায়ীত্বশীলতার জন্য ইতিমধ্যে নেওয়া হয়েছে নানান উদ্যোগ যার অংশ হিসেবে “জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা কর্মসূচি” এর আওতায় “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে” ‘কর্মজীবী নারী’ ও ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ যৌথভাবে তৈরী পোশাক শিল্প কারখানায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আসছে। তারই অংশ হিসেবে মানুষের জন্য ফাউন্ডেশন “কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের যৌন হয়রানি ; সংগ্রাম এবং উত্তরনের উপায়” শীর্ষক এক গবেষণা সম্পন্ন করেছে।

এ গবেষণায় পোশাক শিল্প কারখানায় যৌন হয়রানির বর্তমান অবস্থা, প্রতিরোধ ও উত্তরণের উপায় পর্যবেক্ষণ করা হয়েছে। গবেষণাটির তথ্য উপস্থাপনের জন্য আগামি ০৭ মে, ২০১৯ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব ( ভি আই পি লাউঞ্জ)-এ সকাল ১০:০০ – ০১:০০টা পর্যন্ত সরকারি ও বেসরকারি বিভিন্ন অংশীদারিত্বমূলক প্রতিষ্ঠান, মানবাধিকার, ট্রেড ইউনিয়নসহ নারী শ্রমিক অধিকার বিষয়ে কর্মরত প্রতিষ্ঠানসমূহের উপস্থিতিতে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

কর্মজীবী নারী মানুষের এবং মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত এ সভায় সম্মানিত অংশগ্রহণকারি হিসেবে উপস্থিত থাকার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। উক্ত অনুষ্ঠানে আপনার অংশগ্রহন এই আয়োজনকে আরও সমৃদ্ধ করবে এবং আপনার সুচিন্তিত বক্তব্য ও দিকনির্দেশনা কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখবে।

ধন্যবাদসহ

 

রোকেয়া রফিক
নির্বাহী পরিচালক, কর্মজীবী নারী

Pin It on Pinterest