News and Events

সংবাদ বিজ্ঞপ্তি: “গার্মেন্ট শ্রমিক তারকামেলা”

সুস্থ শ্রমিক শোভন কর্মপরিবেশ
উৎপাদনে সমৃদ্ধ বাংলাদেশ

’কর্মজীবী নারী (কেএন)’ এবং ’সেইফটি এন্ড রাইটস সোসাইটি (এসআরএস)’ দুইটি বেসরকারি উন্নয়ন সংগঠন GIZ-এর সহযোগিতায় “Sustainability in the textile and leather sector in Bangladesh (STILE)” প্রকল্পের আওতায় আজ ১৭ মে ২০২৪, শুক্রবার ঢাকার আগারগাঁও-এর মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রধান মিলনায়তনে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত “গার্মেন্ট শ্রমিক তারকামেলা” শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসবের আয়োজন করেছে। এই আয়োজনে ”সুস্থ শ্রমিক শোভন কর্মপরিবেশ- উৎপাদনে সমৃদ্ধ বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে ৫০০ নারী ও পুরুষ গার্মেন্ট ও ট্যানারি শিল্পের শ্রমিকরা অংশগ্রহণ করেন। সারাদিনের এই অনুষ্ঠানে শ্রমিক ও শ্রমিকদের সন্তানেরা বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, বাউল গান পরিবশেন করেন। অনুষ্ঠানে স্বাধীন শাহ্-এর রচনা ও নির্দেশনায় থিয়েটার আর্ট এর পরিবেশনায় তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম বিষয়ে সচেতনতামূলক নাটক “স্বপ্ন হলেও সত্যি” পরিবেশিত হয়।

এছাড়া মুক্তিযুদ্ধ জাদুঘর চত্ত্বরে উইমেন ক্যাফেকেন্দ্রিক বিভিন্ন কার্যক্রমের সমন্বয়ে স্টল স্থাপন এবং উপস্থিত বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিনিধিদের বক্তব্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কর্মজীবী নারী’র সাধারণ সম্পাদক শারমিন কবীর, সহ-সভাপতি উম্মে হাসান ঝলমল, শ্রম অধিদপ্তর-এর মহাপরিচালক জনাব মোঃ তরিকুল আলম , কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর থেকে যুগ্ম মহাপরিচালক মাহফুজুর রহমান ভূঁইয়া, শ্রম অধিদপ্তর এর উপপরিচালক রোখসানা চৌধুরী, সাবেক এমপি আফরোজা হক রীনা, বিলস্ এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতানউদ্দীন আহমেদ, জিআইজেড এর এ্যাডভাইজার স্যাম হুসেইন, একশন এইড-এর প্রতিনিধি মরিয়মনেসা, নাগরিক উদ্যোগ এর নির্বাহী পরিচালক জাকির হোসাইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং গবেষক মোস্তাফিজুর রহমান, তৈরি পোশাক কারখানার ব্যবস্থাপক সাহেব আলী, জাতীয় শ্রামক জোট বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, স্কপ এর সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েলসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি সংস্থার প্রতিনিধি, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং সাংবাদিক উপস্থিত ছিলেন।

কর্মজীবী নারী’র অতিরিক্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা, এসআরএস-এর নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মীনা ও জিআই জেড এর এ্যাডভাইজার স্যাম হুসেইন-এর শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। কর্মজীবী নারী’র প্রকল্প সমন্বয়ক রাজিব আহমেদ এবং সেফটি এন্ড রাইটস সোসাইটি-এর প্রোগ্রাম সহকারী মোহাম্মদ মাজেদুর রহমান এর সঞ্চালনায় কর্মজীবী নারী’র সাধারণ সম্পাদক শারমিন কবীর সকল শ্রমিকদের শুভেচ্ছা জানান। তিনি প্রতিবছর এই তারকা মেলার আয়োজন করার জন্য সকল শ্রমিকের সাহায্য সহোযোগিতা কামনা করেন।

জাতীয় শ্রামক জোট বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা আজকের উপস্থিত শ্রমিক তারকাদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। তিনি বলেন ”উইমেন ক্যাফের মাধ্যমে শ্রমিকদের সংগঠিত ও সচেতন হওয়া সম্ভব। সংগঠিত শ্রমিকের জয় অনিবার্য”।

গার্মেন্ট শ্রমিক বিলকিস আক্তার বলেন, ”ক্যাফে আমাদের জন্য অনেক আপন একটি জায়গা। কারণ শ্রমিকদের বিনোদনের কোন ব্যবস্থা নেই। কিন্তু উইমেন ক্যাফে আমাদের এই জায়গা তৈরি করে দিয়েছে। বিনোদন যে আমাদের অধিকার এ্টা কর্মজীবী নারী’র উইমেন ক্যাফেতে না আসলে আমরা বুঝতে পারতাম না।”

শ্রমিক নেতা নাহিদুল ইসলাম নয়ন বলেন, উইমেন ক্যাফের বড় শক্তি হচ্ছে এটি একটি আনন্দের জায়গা। সেবা নেওয়ার জায়গা, বিপদে কাউকে পাশে পাওয়ার জায়গা, মানসিক প্রশান্তির জায়গা। সুস্থ থাকতে হলে উইমেন ক্যাফেতে আসতে হবে, সুন্দর কর্পরিবেশের জন্য লড়াই করতে হবে।

মোঃ তরিকুল আলম, অতিরিরিক্ত সচিব ও মহাপরিচালক, শ্রম অধিদপ্তর বলেন, “সরকার অবশ্যই শ্রম বিধিমালা বাস্তবায়নের চেষ্টা করবে যেন শ্রমজীবী মানুষেরা স্মার্ট হয়ে ওঠতে পারে।”

রোখসানা চৌধুরী, উপপরিচালক (মেডিকেল ও শ্রমকল্যাণ), শ্রম অধিদপ্তর বলেন, এখানে সবাই তারকার মতো উজ্জ্বল হয়ে আছেন। আমি চাই সবাই যেন সারাজীবন এরকম উজ্জ্বল তারা হয়েই থাকেন। তিনি উপস্থিত সকল তারকাদের বাংলাদেশের উৎপাদন এগিয়ে নেওয়ার জন্য আমন্ত্রণ জানান।

কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর থেকে যুগ্ম মহাপরিচালক মাহফুজুর রহমান ভূঁইয়া বলেন ”সরকার সকল শ্রমিকের জন্য ডাটাবেজ তৈরি করার কথা চিন্তা করেছেন যেন কোন শ্রমিকরা হারিয়ে না যায়। এছাড়া করোনার কারণে যে শ্রমিকেরা গ্রামে ফিরে গিয়েছেন সরকার কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর মাধ্যমে তাদের কিছু অনুদান দেওয়ার মাধ্যমে সহযোগিতা করে যাচ্ছেন।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, “উইমেন ক্যাফে শ্রমিকদের জন্য বিশ্রাম, বিনোদন, আত্মউন্নয়ন, সাইকোসোশ্যাল কাউন্সিলিং, লিগ্যাল কাউন্সিলিং এবং তথ্য ও সেবাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। “গার্মেন্ট শ্রমিক তারকামেলা” শীর্ষক এ অনুষ্ঠানটি তৈরি পোশাক শিল্প, ট্যানারি শিল্পসহ অন্যান্য খাতের শ্রমিকদের মধ্যে অনুপ্রেরণা ও উৎসাহ যোগাবে বলে আমরা আশাবাদী।”

ধন্যবাদ

রাজীব আহমেদ
সমন্বয়ক (প্রোগ্রাম) কর্মজীবী নারী
০১৭২৬২৯১৬৬৪ | PDF

 

Press Invitation: Karmojibi Nari’ and ‘Safety and Rights Society (SRS)

Along with
News Editor/Chief Correspondent/Assignment Officer

Sir,
Greetings from the Karmojibi Nari and Safety and Rights Society (SRS)!
‘Karmojibi Nari’ and ‘Safety and Rights Society (SRS)’ are two non-governmental development organizations. Since 2022, in collaboration with GIZ, we have been conducting various awareness programs on women’s cafes in different areas of Dhaka and Gazipur for the workers of the garment, leather, and tannery industries to create a healthy working environment, labor laws, gender, and health. In continuation of this work, we are going to organize a cultural program and festival titled “GARMENT SHRAMIK TAROKA MELA” on 17th May 2024 (Friday) at Liberation War Museum (Main Auditorium), F11/A & F11/B, Sher-e Bangla Nagar Civic Centre, Agargaon, Dhaka from 10 am to 5 pm.

Honorable Member of Parliament Md. Mujibul Haque MP, Kishoreganj-3 (Former State Minister, Ministry of Labor and Employment) will be present as the Chief Guest at the event. Honorable Member of Parliament Anima Mukti Gomez MP, Constituency: 329, Women’s Seat-29, Bangladesh Awami League will be present as the Honorable Guest.

Thus, the national leaders, representatives from various government and private development organizations, employers, factory management, international donor organizations, national development organizations, leaders of national labor organizations, representatives of civil society, journalists, and 500 workers from the garment and tannery industries will participate in this event.
Kindly request to send one reporter and one photojournalist/one camera crew from your popular national daily/ television channel/ news agency to the said event.

Thank you

Rajib Ahmed
Project Coordinator
01726291664
Karmojibi Nari (KN) | PDF

প্রেস আমন্ত্রণ: কর্মজীবী নারী’ এবং ’সেইফটি এন্ড রাইটস সোসাইটি (এসআরএস)

বরাবর
বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/এসাইনমেন্ট অফিসার

মহোদয়,
কমজীবী নারী ও সেইফটি এন্ড রাইটস সোসাইটি (এসআরএস) এর পক্ষ থেকে শুভেচ্ছা নিবেন!

কর্মজীবী নারী’ এবং ’সেইফটি এন্ড রাইটস সোসাইটি (এসআরএস)’ দুইটি বেসরকারি উন্নয়ন সংগঠন। আমরা ২০২২ সাল থেকে GIZ এর সহযোগিতায় ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় উইমেন্স ক্যাফেতে গার্মেন্টস, লেদার ও ট্যানারি শিল্পের শ্রমিকদের শোভন কর্মপরিবেশ, শ্রম আইন, জেন্ডার ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছি। এই কাজের ধারাবাহিকতায় আগামী ১৭ মে ২০২৪ (শুক্রবার) প্রধান মিলনায়তন, মুক্তিযুদ্ধ জাদুঘর, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত “গার্মেন্ট শ্রমিক তারকামেলা” শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসবের আয়োজন করতে যাচ্ছি।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় সংসদ সদস্য জনাব মো: মুজিবুল হক চুন্নু এমপি, কিশোরগঞ্জ-৩ (সাবেক প্রতিমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়)। সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় সংসদ সদস্য অনিমা মুক্তি গোমেজ এমপি, নির্বাচনী এলাকা: ৩২৯, মহিলা আসন-২৯, বাংলাদেশ আওয়ামী লীগ। আরো উপস্থিত থাকবেন জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, নিয়োগদাতা, কারখানা ব্যাবস্থাপক, আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধি, জাতীয় উন্নয়ন সংগঠনের প্রতিনিধি, জাতীয় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দসহ তৈরি পোশাক শিল্প ও ট্যানারি শিল্প খাতে নিয়োজিত ৫০০ শ্রমিক।

অনুগ্রহপূর্বক উক্ত আয়োজনে আপনার বহুল প্রচারিত জাতীয় দৈনিক/দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল/বার্তা সংস্থার পক্ষ থেকে একজন প্রতিবেদক ও একজন চিত্র সাংবাদিক/একজন ক্যামেরা ক্র্রু পাঠানোর অনুরোধ করছি।
ধন্যবাদ

রাজীব আহমেদ
সমন্বয়ক (প্রোগ্রাম) কর্মজীবী নারী
০১৭২৬২৯১৬৬৪ | PDF

কর্মজীবী নারী’র ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

০১/০৫/২০২৪ | PDF

মহান মে দিবস-২০২৪ এবং কর্মজীবী নারী’র ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নারী ও পুরুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে শামিল হোন

– শিরীন আখতা

কর্মজীবী নারী আজ ১ মে, ২০২৪ সকাল ৮.৩০ মিনিটে মহান মে দিবস-২০২৪ ও ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ‘সকল  ক্ষেত্রে অধিকার মর্যাদায়, নারী থাকবে পৃথিবীর বৃহৎ আঙ্গিন  ’এই শ্লোগানকে সামনে রেখে এবং “সকল শ্রমিকের জন্য সামাজিক ন্যায়বিচার ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত কর” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিলের আয়োজন করে।

উক্ত সমাবেশে কর্মজীবী নারীর সহ-সভাপতি উম্মে হাসান ঝলমল এর সভাপতিত্বে এবং অতিরিক্ত নির্বাহী পরিচালন সানজিদা সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্মজীবী নারী’র প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতার। আরও বক্তব্য রাখেন দক্ষিণ এশিয়া ভিত্তিক নারীবাদী সংগঠন এশিয়া প্যাসিফিক ফোরাম অন উইমেন, ল এন্ড ডেভেলপমেন্ট (এপিডব্লিউএলডি) এর আটটি দেশ (ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়শিয়া, দক্ষিণ কোরিয়া,  ফিলিপাইন এবং সিঙ্গাপুর) এর প্রতিনিধিবৃন্দ, কর্মজীবী নারী’র সহ-সভাপতি ও ট্রেড ইউনিয়ন নেত্রী শাহীন আক্তার পারভীন, শ্রমিক নেত্রী রাবেয়া আক্তার, শেখ শাহনাজ, নার্গিস আক্তার এবং জাকিয়া সুলতানা প্রমুখ।

সমাবেশের প্রধান অতিথি শিরীন আখতার উপস্থিত সকল শ্রমিককে মহান মে দিবস এবং কর্মজীবী নারী’র ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান। তিনি বলেন, আমাদের সবাইকে মনে-প্রাণে বিশ্বাস করতে হবে, “শ্রম কখনো সস্তা নয়, শ্রমিক দয়ার পাত্র নয়।” আমরা নারীরা এখনো কর্মক্ষেত্রে সমমজুরি, সমমর্যাদা এবং কর্তৃত্ব তৈরি করতে পারিনি। এজন্য আমাদেরকে এখনো বহুদূর যেতে হবে। নারীশ্রমিকদের অর্থনৈতিক ক্ষমতায়নে তাদের কর্মের ধারাবাহিকতা রক্ষায় কর্মক্ষেত্রে মানসম্মত এবং কার্যকর শিশু দিবাযত্ন কেন্দ্র প্রতিষ্ঠা করতে হবে।

দক্ষিণ এশিয়াভিত্তিক নারীবাদী সংগঠন এশিয়া প্যাসিফিক ফোরাম অন উইমেন, ল এন্ড ডেভেলপমেন্ট (এপিডব্লিউএলডি) এর প্রোগ্রাম অফিসার অ্যান্ডি কিপ্টা, ইন্দোনেশিয়ান ট্রেড ইউনিয়ন নেতা এ্মিলিয়া ইয়ান্তি, কর্মজীবী নারীর শ্রমিক সমাবেশের উত্থাপিত দাবিসমূহের সাথে সংহতি প্রকাশ করেন এবং বলেন, সকল বৈষম্য দূর করে নারী শ্রমিকের জন্য সামাজিক ন্যয়বিচার ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

মিরপুর অঞ্চলের গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা আঞ্চলিক ফোরাম এর নেত্রী জাকিয়া সুলতানা, গৃহশ্রমিকদের কাজের কোন নির্দিষ্ট কর্মঘন্টা এবং মাতৃত্বকালীন ছুটি শ্রম আইনে অর্ন্তভুক্ত করার দাবি জানান।

সভাপতিরর বক্তব্যে উম্মে হাসান ঝলমল বলেন, কর্মক্ষেত্রে নারী শ্রমিকেরা প্রতিনিয়ত বৈষম্যের শিকার হয়ে থাকে। এসকল বৈষম্য দূরীকরণে আইনের সঠিক প্রয়োগ করতে হবে। যেখানে শ্রমিকের ন্যায্য অধিকার নিয়ে কার্পণ্য করা হবে, সেখানেই সংগঠিত হয়ে অধিকার আদায় করতে হবে।

 সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য লাল পতাকা মিছিল প্রেসক্লাব থেকে পল্টটন মোড় প্রদক্ষিণ করেন।

 

33rd anniversary of Karmoji Nari’s (KN)

Greetings from Karmojibi Nari!

 

On the 33rd anniversary of Karmoji Nari’s (KN), we would like to extend sincere gratitude and share our happiness with you!

Together, let us celebrate this achievement and recommit to empowering women in the workforce. On the eve of International Workers’ Daylet’s honor the contributions of workers worldwide and continue striving for fair labor practices and equality for all.

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার মৃত্যুর ঘটনায় কর্মজীবী নারী’র ক্ষোভ প্রকাশ

কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতার, সভাপতি দিলনাশিঁ মহসেন, সহসভাপতি উম্মে হাসান ঝলমল ও শাহীন আক্তার পারভীন, সাধারণ সম্পাদক শারমিন কবীর, নির্বাহী পরিচালক রোকেয়ারফিক এবং অতিরিক্ত নির্বাহী পরিচালক সানজিদাসুলতানা জগন্নাথবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার মৃত্যুর ঘটনাকে একটি দুঃখজনক হত্যাকাণ্ড উল্লেখ করে একটি বিবৃতি প্রকাশ করে।

নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ঘটনা অবন্তিকাকে কতটা মানসিক চাপে ফেলেছে এটা সহজেই অনুমান করা যায়, যদি শুরু থেকেই কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করত তাহলে আজকে তাকে এভাবে হারিয়ে যেতে হতো না।  নেতৃবৃন্দ আরও বলেন, অবন্তিকার এই ঘটনার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে আরও একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনলেন । তাঁর বক্তব্য ছিল আরও ভয়াবহ। নেতৃবৃন্দ বলেন, মেয়েটির প্রতি সুবিচার করা দূরে থাক এই মেয়েটি প্রতিবাদ করার কারণে এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। নেতৃবৃন্দ  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একেরপর এক যৌন হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করছেন।

নেতৃবৃন্দ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে মহামান্য হাইকোর্ট কর্তৃক নির্দেশনা ২০০৯ অনুযায়ী, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে একটি কার্যকর যৌন হয়রানি প্রতিরোধ কমিটি থাকবে। অবন্তিকা ও কাজী ফারজানা মিমের  ঘটনা উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির কার্যকারিতাকেই প্রশ্নবিদ্ধ করছে।

নেতৃবৃন্দ মহামান্য হাইকোর্ট এর নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযুক্ত ব্যক্তিদের তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সাথে এই ঘটনাগুলি কখন, কোথায়, কিভাবে ঘটছে এসব বিষয়ে তদন্ত করার দাবি জানান। পাশাপাশি তাঁরা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের জন্য যৌন হয়রানি ও নিপীড়নমুক্ত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে মহামান্য হাইকোর্ট কর্তৃক নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান যাতে আর কোন অবন্তিকাকে হারিয়ে যেতে না হয়। একইসাথে নেতৃবৃন্দ অবন্তিকাসহ সকল ঘটনার বিচারের দাবিতে এবং নারী শিক্ষার্থীর প্রতি সকল ধরনের হয়রানিনির্যাতন বন্ধে নারী ও মানবাধিকার আন্দোলনের সকল সংগঠনকে ঐক্যবদ্ধভাবে  সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

বার্তা প্রেরক

হাছিনা আক্তার, সমন্বয়ক (মানবসম্পদ ও প্রশাসন), কর্মজীবী নারী
যোগাযোগ নাম্বার: 01712-479501

জেন্ডার প্লাটফর্ম বাংলাদেশ

‘জেন্ডার প্লাটফর্ম বাংলাদেশ’ ২০১৭ সাল থেকে কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে পূর্ণাঙ্গ আইন প্রণয়নের দাবিতে কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি, ২০২২ সালের শ্রম বিধিমালা সংশোধনীতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬- এর ৩৩২ বিধিতে বর্ণিত ‘মহিলাদের প্রতি আচরণ’ সংμান্ত
ধারার সাথে যৌন হয়রানির সংজ্ঞা ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের ব্যাপারে কিছু অসম্পূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে, যা ২০০৯ সালে মহামান্য হাইকোর্ট প্রদত্ত নির্দেশনার সাথে সাংঘর্ষিক।

যৌন হয়রানির অভিযোগে সুষ্ঠু ও নিরপেক্ষ সমাধান নিশ্চিতকরণে অভিযোগ কমিটিতেপ্রতিষ্ঠানের বাহিরের দুইজন অভিজ্ঞ সদস্য থাকার বিষয়ে হাইকোর্ট প্রদত্ত বিধানটিকে ২০২২ সালের শ্রম বিধিমালাতে সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে- যার ফলে অধিকাংশ অভিযোগ কমিটির নিরপেক্ষতা ক্ষুন্ন হওয়ার কারণে ভুক্তভোগীদের ক্ষতিগ্রস্ত হবার আশংকা আরও বেড়েছে ।

২৫ শে নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযানও একই সাথে পালিত হয়। এই দিবস ও প্রচারাভিযানকে সামনে রেখে ‘জেন্ডার প্লাটফর্ম বাংলাদেশ’ ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা
প্রতিরোধ এবং যথোপযুক্ত আইনের প্রয়োজনীয়তা’ র্শীষক একটি অনলাইন মতবিনিময় সভার আয়োজন করেছে।

মতবিনিময় সভাটি ২৩ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার সকাল ১১:৩০-দুপুর ০১.০০ টা পর্যন্ত অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এই অনলাইন মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিরীন আখতার এমপি (ফেনি-১)। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দিলনাশিঁ মোহসেন, সভাপতি, কর্মজীবী নারী। এছাড়াও উক্ত অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, উন্নয়ন সংগঠন, আইএনজিও, ব্রান্ড ও বায়ার, একাডেমিশিয়ান, নারী সংগঠন, বিজিএমইএ, বিকেএমইএ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ নারীশ্রমিকেরা উপস্থিত ছিলেন।

  1. https://www.tbsnews.net/economy/corporates/gender-platform-bangladesh-hosts-webinar-preventing-violence-against-women-745094
  2. https://www.daily-sun.com/printversion/details/723009

ইয়াসমিন হত্যা দিবস ও গৃহকর্মীর উপর সকল ধরণের নির্যাতন বন্ধের দাবিতে ২৪ আগস্ট ২০২৩ বিকেল ৪টায় সুনীতি প্রকল্প ও কর্মজীবী নারীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

প্রিয় সুধী,
“ইয়াসমিন হত্যা দিবসর ২৮ বছর”কে কেন্দ্র করে গৃহকর্মীর উপর সকল ধরণের নির্যাতন বন্ধে এবং নির্যাতকের উপযুক্ত শাস্তির দাবিতে আজ ২৪ আগস্ট ২০২৩ কর্মজীবী নারী ও সুনীতি প্রকল্পের উদ্যোগে বিকেল ৪টায় মিরপুর ১, সনি সিনেমা হলের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এই মানববন্ধনের খবরটি আপনার পত্রিকায় প্রকাশ করার অনুরোধ রইলো। আপনার এই উদ্যোগ গৃহকর্মীর উপর নির্যাতন এর বিরুদ্ধে আওয়াজ তুলবে এবং গৃহকর্মীরা যেন সঠিক বিচার পায় তার পক্ষ সমর্থন করবে।
নিম্নে মানববন্ধনের কয়েকটি ছবি এবং প্রেস রিলিজ সংযুক্ত করা হলো।
ধন্যবাদ
ফারহানা আফরিন তিথি
প্রকল্প সমন্বয়ক
ফারহানা আফরিন তিথি
যোগাযোগ: ০১৮১২৮৬৮২৮২
বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুণ PDF

ইয়াসমিন হত্যা দিবস পালন

ইয়াসমিন হত্যা দিবস পালন ও গৃহকর্মীর উপর সকল ধরণের নির্যাতন বন্ধের দাবিতে ২৪ আগস্ট ২০২৩ বিকেল ৪টায় সুনীতি প্রকল্পের সহযোগীতায ও কর্মজীবী নারীর আয়োজনে মানববন্ধন

প্রিয় সুধী,
কর্মজীবী নারী’র পক্ষ থেকে শুভেচ্ছা!

১৯৯৫ সালে ইয়াসমিন আক্তার (১৪) নামের একজন গৃহকর্মীকে ঢাকা থেকে দিনাজপুরের দলমাইল এলাকায় নিজ বাড়িতে ফেরার সময় বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা পুলিশ ভ্যানে তাকে বাড়িতে পৌছে দেয়ার প্রতিশ্রুতির নাম করে তাকে ধর্ষণর পর হত্যা করে। এই ঘটনার প্রতিক্রিয়ায় ২৬ আগস্ট ১৯৯৫ সালে বিক্ষুব্ধ জনতা স্থানীয় পুলিশ ফাঁড়ি আক্রমন করলে অঞ্চলটিতে কারফিউ জারি করে পুলিশ। এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের উপর গুলিবর্ষণ করলে ১৭ জন নিহত হয় এবং প্রায় ১০০ জন আহত হয়। পরবর্তীতে ২০০৪ সালে অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে মৃত্যুদন্ডে দন্ডিত করা হয়। এই ঘটনার পর থেকে প্রতি বছর বাংলাদেশে গৃহশ্রমিকের উপর সকল ধরণের নির্যাতন বন্ধে ২৪ আগস্ট “ইয়াসমিন হত্যা” দিবস পালন করা হয়।

এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ভাবে গৃহকর্মীর নির্যাতনের খবর আমরা পত্রিকা মারফত জানতে পারছি। সম্প্রতি, ঢাকার কেরানীগঞ্জে কিশোরী গৃহকর্মীকে বেঁধে নির্যাতন, রূপনগরে তামান্নাকে ভবনের ৯তলা থেকে ফেলে হত্যা ইত্যাদি ঘটনা ঘটেই চলেছে।

ইয়াসমিন হত্যা দিবসকে কেন্দ্র করে গৃহকর্মীর উপর সকল ধরণের নির্যাতন বন্ধে এবং নির্যাতকের উপযুক্ত শাস্তির দাবিতে আগামীকাল ২৪ আগস্ট ২০২৩ সুনীতি প্রকল্পের সহযোগীতায় এবং কর্মজীবী নারীর আয়োজনে বিকেল ৪টায় মিরপুর ১, সনি সিনেমা হলের সামনে মানববন্ধন এর আয়োজন করতে যাচ্ছে।

এই মানববন্ধনে আপনার অংশগ্রহণ কামনা করছি এবং পত্রিকায় মানববন্ধনের খবর প্রকাশ করার জন্য অনুরোধ করছি। আপনার এ ‍উদ্যোগ  গৃহকর্মীর উপর নির্যাতন এর বিরুদ্ধে আওয়াজ তুলবে এবং গৃহকর্মীরা যেন সঠিক বিচার পায় তার পক্ষ সমর্থন করবে।
মানববন্ধ
সময়: বিকেল ৪টা
তারিখ: ২৪ আগস্ট ২০২৩
স্থান: মিরপুর ১, সনি সিনেমা হলের সামনে
ধন্যবাদ
ফারহানা আফরিন তিথি
প্রকল্প সমন্বয়ক
সুনীতি প্রকল্প
কর্মজীবী নারী

সংবাদ বিজ্ঞপ্তি: “গার্মেন্ট শ্রমিক তারকামেলা”

সুস্থ শ্রমিক শোভন কর্মপরিবেশ উৎপাদনে সমৃদ্ধ বাংলাদেশ ’কর্মজীবী নারী (কেএন)’ এবং ’সেইফটি এন্ড রাইটস সোসাইটি (এসআরএস)’...

Press Invitation: Karmojibi Nari’ and ‘Safety and Rights Society (SRS)

Along with News Editor/Chief Correspondent/Assignment Officer Sir, Greetings from the Karmojibi Nari and Safety and...

প্রেস আমন্ত্রণ: কর্মজীবী নারী’ এবং ’সেইফটি এন্ড রাইটস সোসাইটি (এসআরএস)

বরাবর বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/এসাইনমেন্ট অফিসার মহোদয়, কমজীবী নারী ও সেইফটি এন্ড রাইটস সোসাইটি (এসআরএস) এর...

কর্মজীবী নারী’র ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

০১/০৫/২০২৪ | PDF মহান মে দিবস-২০২৪ এবং কর্মজীবী নারী’র ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নারী ও পুরুষের অধিকার প্রতিষ্ঠার...

33rd anniversary of Karmoji Nari’s (KN)

Greetings from Karmojibi Nari!   On the 33rd anniversary of Karmoji Nari's (KN), we would like to extend sincere...

Pin It on Pinterest