কর্মজীবী নারী ও কেয়ার বাংলাদেশ আগামী ৩০ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার ‘সমতার পথে নারীশ্রমিক নেতৃত্বের যাত্রা’ এই আহ্বানে বিয়াম ফাউন্ডেশন, ঢাকা-এর অডিটোরিয়ামে সকাল ১০:০০-৫:০০ টা পর্যন্ত গার্মেন্টস শিল্পের শ্রমিক সম্মিলনের আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব হাসানুল হক ইনু এমপি এবং সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শাজাহান খান এমপি। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করবেন ড. প্রতিমা পাল-মজুমদার, সভাপতি, কর্মজীবী নারী এবং সদস্য, ঐক্য প্লাটফর্ম ও সমাপনী অধিবশেনে সভাপতিত্ব করবেন শিরীন আখতার এমপি, সদস্য, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি এবং প্রতিষ্ঠাতা-সভাপতি, কর্মজীবী নারী। এ আয়োজনে জাতীয় পর্যায়ের শ্রমিকনেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক এবং গার্মেন্টস শিল্পের শ্রমিকগণ উপস্থিত থাকবেন।

অনুষ্ঠান : গার্মেন্টস শিল্পের শ্রমিক সম্মিলন: সমতার পথে নারীশ্রমিক নেতৃত্বের যাত্রা
তারিখ, অনুষ্ঠান-সূচি ও স্থান : ৩০ জানুয়ারি ২০১৮, মঙ্গলবার
উদ্বোধনী অধিবেশন : ১০:০০ -১২:০০ টা
প্যানেল ডিসকাশন : ২:০০-৩:০০ টা
সমাপনী অধিবেশন : ০৩:০০-০৫:০০ টা
স্থান : শহীদ এ. কে, এম শামসুল হক খান মেমোরিয়াল
হল, বিয়াম ফাউন্ডেশন, ৬৩ নিউ ইস্কাটন, ঢাকা-১০০০।

Pin It on Pinterest